শ্রমিকের কোদাল জাহেদ মেটালের কোদাল
শ্রমিক খুবই সাধারণ এক শ্রেণীর মানুষ। উচু সমাজে তাদের তেমন কোন মূল্য থাকেনা। দিন রাত পরিশ্রম করেও পরিবারের সবার মুখে ঠিক মত খাবার তুলে দিতে পারেনা। অবেহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শ্রমিকদের নাম লিখলে ভুল হবেনা।
এই সুবিধা বঞ্চিত মানুষেরা দিন রাত পরিশ্রম করেই সাজিয়ে গুছিয়ে রাখে আমাদের পরিবেশ, সমাজ ও দেশটাকে। ড্রেনের ময়লা পরিস্কার করে, রাস্তা ঝাড়ু দিয়ে সুন্দর করে রাখে। রাস্তা ঘাট নির্মাণ করে এই শ্রমিকেরাই। রাস্তার পাশে লাইন ধরে গাছ লাগিয়ে পরিবেশটা সুন্দর করে এই শ্রমিকেরাই।
আমরা যে সুন্দর বাড়ীতে বসবাস করি সেটাও তো এই শ্রমিকের তৈরি। শ্রমিক আমাদের জন্য এত কিছু করছে আমাদেরও উচিত শ্রমিকের জন্য কিছু একটা করা। তাই নয় কি?
বাংলাদেশের মেটাল ইন্ডাস্ট্রিজ জগতের প্রবাদ পুরুষ জনাব জাহেদ আলী এই শ্রমিকদের কথা চিন্তা করে, শ্রমিকদের কষ্ট লাঘব করার জন্য বিদেশ থেকে অত্যাধুনি কোদাল তৈরির মেশিন নিয়ে আসেন যার মাধ্যমে উন্নত মানের কোদাল উৎপাদন শুরু করেন। বাংলাদেশে এক মাত্র মেশিনের মাধ্যমে কোদাল তৈরি হয় এই ইন্ডাস্ট্রিজে।
শ্রমিক, দিনমজুর খেঁটে খাওয়া মানুষের জন্য প্রায় ৭০ বছর আগে যে কোদাল ইন্ডাস্ট্রিজ গড়ে তুলেছিলেন তা আজও মাথা উচু করে দাড়িয়ে শ্রমিকদের জন্য কোদাল তৈরি করে যাচ্ছে। শ্রমিকদের কষ্ট লাঘব করার জন্য জনাব জাহেদ আলী যে ইন্ডাস্ট্রিজ গড়ে তুলেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে।
জনাব জাহেদ আলীর এই মহতী উদ্যোগ দেশের মানুষ স্মরণ রাখবে চির কৃতজ্ঞতায় ।
তাইতো শ্রমিকের কোদাল জাহেদ মেটালের ফ্লাইং হর্স মার্কা কোদাল।