zahed metal kodal.jpg

ফ্লাইং হর্স ২ নম্বর কোদাল দিয়ে টমেটো চাষ।

আলতাব মিয়া, বয়স ৬০ ছুই ছুই। খুব সখিন একটা মানুষ। বড্ড হাসি খুশি ও পরিশ্রমী যার বাগান করার সখ। অফিসের পর কিংবা অবশরে বাড়ির পাশে নিজের একটা ছোট জমিতে ফসল ফোলানো তার নেশা।

আলতাব মিয়া এইবার টমেটো চাষ করেছে। অনেক বড় বড় লাল সবুজ দেশী টমেটোতে ভরা এই বাগান। ছোট্ট একটুকরা বাগান দেখে মনে হচ্ছে একটুকরা বাংলাদেশ। লাল আর সবুজের সমারহে যে কারও দৃষ্টি কারবে এই বাগান। বাগান দেখে ইচ্ছে হল বাগান মালিকের সাথে কথা বলার।

আলতাব মিয়া বাগানে মাটি নিরিয়ে দিচ্ছিল। সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা এই বয়সেও এত সুন্দর বাগান কিভাবে করলেন? চাচা বললেন জমির পরিমান ছোট হওয়ায় নাঙ্গল দিয়ে নিড়ানো সম্ভব না। তাই জাহেদ মেটালের ফ্লাইং হর্স ০২ কোদাল ব্যবহার করেই জমির যাবতীয় কাজ করে থাকি। অন্যান্য কোদালের তুলনায় এই কোদালের ধার অনেক বেশী বলে কম পরিশ্রমে বেশি মাটি নিড়ানো যায়। জাহেদ মেটালের উন্নত মানের কোদাল আর দেশী টমেটোর জাত দিয়ে করে আমি আমার বাগান তৈরি করেছি।

চাচাকে প্রশ্ন করা হল জাহেদ মেটালের ফ্লাইং হর্স ০২ নম্বর কোদাল কেন ব্যবহার করেছেন?

চাচা বলেন, বাজারের সেরা পণ্য ব্যবহার করা আমার পুরাতন অভ্যস। নিঃসন্দেহে জাহেদ মেটালের কোদাল দেশের সেরা কোদাল। এই কোদালে কম পরিশ্রমে বেশি কাজ করা যায়। তাই আমি  জাহেদ মেটালের কোদাল ব্যবহার করি।

বিজ্ঞ লোকদের প্রথম পছন্দের কোদাল জাহেদ মেটালের কোদাল।